হিমসাগর/খিরসাপাত আম

ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের সাথে যুক্ত থাকা বাগানিদের বাগানে ভালো মানের আম ঝরে পড়ায় বর্তমানে ভালো মানের হিমসাগর আম পাওয়া যাচ্ছে না, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।😓 আমরা রাজশাহী/চাঁপাইনবাবগঞ্জের হিমসাগর/খিরসাপাত আম জুন মাসের ৫-৬ তারিখ থেকে হার্ভেস্ট শুরু করবো ইনশাআল্লাহ। ৮-৯ তারিখেই ১ম লটের আম ডেলিভারি শুরু হবে ইনশাআল্লাহ। প্রথম লট থেকেই আপনাকে দেয়ার চেষ্টা করব যদি আপনি পূর্ববর্তী অর্ডারটি কনভার্ট করে রাজশাহী / চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত/হিমসাগর আম নিতে চান। সাতক্ষীরার হিমসাগর আমের তুলনায় চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত নামে পরিচিত হিমসাগর আম আকারে বড় হয়ে থাকে এবং খেতেও অধিকতর সুমিষ্ট হয়। খিরসাপাত/হিমসাগর আমের দাম তুলনামূলক বেশি হলেও আপনি কনফার্ম করলে পূর্বের দামেই আমরা আপনার পূর্ববর্তী অর্ডারটি খিরসাপাত আমে কনভার্ট করবো। অন্যথায় আপনি পেমেন্ট করে থাকলে, রিফান্ড নিতে পারেন। অনুগ্রহ করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমাদের প্রতি আস্থা রাখার জন্য প্রিমিয়াম ফ্রুটস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম।

Related posts

Leave a Comment