ই-পাসপোর্ট করার নিয়ম 2024

পাসপোর্ট এর ছবি!

                                                                      ই-পাসপোর্ট করার নিয়ম 2024

 

পাসপোর্ট কি?

পাসপোর্ট হচ্ছে এমন একটি ডুকুমেন্ট যা আপনি কোন দেশে ভ্রমণ বা যেকোন উদ্দেশ‌্যে যাওয়ার জন‌্য সরকারের একটি অনুমতি পত্র। 

পাসপোর্ট কারা করতে পারে?

পাসপোর্ট বাংলাদেশের যেকোন নাগরিক করতে পারে । সেই ক্ষেত্রে বয়স বেধে কিছু কাগজ পত্র প্রয়োজন হয় । যেমন : ১৮-২০ বছর বয়স কিংবা এর নিচের বয়সী ব‌্যাক্তিদের ক্ষেত্রে জন্ম-নিবন্ধন সনদ দিয়ে আবেদন করতে হয় । এবং ১৮ বছর বয়সী ব‌্যক্তি , তারা শুধু ৫ বছর মেয়াদী পাসপোর্টের জন‌্য আবেদন করতে পারে। এবং ১৮ বছর এর উপরের বয়সী ব‌্যাক্তিরা ৫/১০ বছর মেয়াদী পাসপোর্টের জন‌্য আবেদন করতে পারেন। 

কিভাবে পাসপোর্ট করতে হয়?

পাসপোর্ট করতে হলে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে(https://www.epassport.gov.bd)এই ওয়েবসাইটে গিয়ে। 

এবং আবেদন সর্ম্পৃর্ণ করার পর আপনার জেলার/নিকটস্থ পাসপোর্ট অফিসে  আবেদন কপি প্রিন্ট করে নিয়ে যাবেন তাহলেই হবে। বিস্তারিত নিম্নে আলোচনা করা হল-

কত টকা লাগে পাসপোর্ট করতে?

পাসপোর্ট ফি কত টাকা হবে তা মেয়াদ ,পৃষ্টা এবং ডেলিভারি এর সময়ের  ‍উপর নির্ভর করে। 

বর্তমানে ৪৮ এবং ৬৪ পৃষ্টার সাধারণ ডেলিভারি ,জরুরি ডেলিভারি এবং অতীব জরুরি ৫ এবং ১০ বছর মেয়াদী ই- পাসপোর্ট চালু রয়েছে।

নিম্নে বিস্তারিত তথ‌্য উল্লেখ করা হল-

সাধারণ ডেলিভারি : ফ্রিঙ্গারপ্রিন্ট দেওয়ার তারিখ হতে ১৫/২১ কর্মদিবসের মধ‌্যে। 

জরুরী ডেলিভারি  : ফ্রিঙ্গারপ্রিন্ট দেওয়ার তারিখ হতে ৭/১০ কর্মদিবসের মধ‌্যে।

অতীব জরুরি     : ফ্রিঙ্গারপ্রিন্ট দেওয়ার তারিখ হতে ২ কর্মদিবসের মধ‌্যে।

সরকারি চাকুরিজীবিদের ক্ষেত্রে : যাদের (NOC)/অবসর সনদ রয়েছে তারা সাধারণ ডেলিভারি ফি দিয়ে জরুরি সুবিধা/জরুরি ফি জমা দিয়ে অতীব জরুরী সুবিধা পাবেন।

৪৮  পৃষ্টা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট ফি-

  • সাধারণ ডেলিভারি : ৪০২৫ টাকা 
  • জরুরী ডেলিভারি  : ৬৩২৫ টাকা 
  • অতীব জরুরি     : ৮৬২৫ টাকা

 

৪৮  পৃষ্টা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট ফি-

  • সাধারণ ডেলিভারি : ৫৭৫০ টাকা 
  • জরুরী ডেলিভারি  : ৮০৫০ টাকা 
  • অতীব জরুরি     : ১০৩৫০ টাকা

 

৬৪  পৃষ্টা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট ফি-

  • সাধারণ ডেলিভারি : ৬৩২৫ টাকা 
  • জরুরী ডেলিভারি  : ৮৬২৫ টাকা 
  • অতীব জরুরি     : ১২০৭৫ টাকা

 

৬৪  পৃষ্টা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট ফি-

  • সাধারণ ডেলিভারি : ৮০৫০ টাকা 
  • জরুরী ডেলিভারি  : ১০৩৫০ টাকা 
  • অতীব জরুরি     : ১৩৮০০ টাকা

পাসপোর্ট করতে কি কি ডুকুমেন্ট / কাগজপত্র লাগবে?

পাসপোর্ট করতে বেশি কাগজ পত্র প্রয়োজন নেই আপনার জাতীয় পরিচয় পত্র / অনলাইন জন্মনিবন্ধন হলেই হবে। তবে আপনার বয়স যদি ২০ বছরের বেশী হয় তাহলে জাতীয় পরিচয়পত্র বাধ‌্যতামূলক লাগবে। 

এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের বাবা মায়ের জাতীয়পরিচয় পত্র/পাসপোর্ট এর ফটোকপি লাগবে। 

পাসপোর্ট করতে কি নাগরিকত্ব সনদ /পেশার সনদ পত্র লাগবে?

যদিও ই-পাসপোর্ট করতে এই সব কাগজ পত্র প্রয়োজন নেই। তবুও সাথে রাখবেন কারণ অনেক পাসপোর্ট অফিস তা চাইতে পারে। 

পাসপোর্ট করতে কি কোন কাগজ পত্র সত‌্যায়িত করা লাগে?

না। যেহেতু বর্তমানে ই-পাসপোর্ট চালু হয়েছে তাই কোন কাগজ পত্র সত‌্যায়িত করতে হয় না। 

পাসপোর্ট করতে কোন সাইজের ছবি প্রয়োজন?

পাসপোর্ট করতে কোন ছবি তুলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। পাসপোর্ট অফিসেই ছবি এবং ফ্রিঙ্গারপ্রিন্ট নিবে। 

 

আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে পাসপোর্ট করতে হবে। উপরের উল্লেখিত ধাপগুলো অনুসরণ করলে আপনি সহজেই আপনার অতী গুরুত্বপূর্ন পাসপোর্টটি সফল ভাবে করতে পারবেন। 

 

 

Related posts

Leave a Comment